সর্বশেষ সংবাদ ::

খেলাধুলায় আরও উৎসাহী ও উদ্যমী হতে হবে- ডিসি তৌফিকুর

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কতৃক আয়োজিত ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী বৃহস্পতিবার বিকেলে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে। আজ যারা এই প্রতিযোগিতা অংশ নিয়েছো তাদের জন্য শুভ কামনা। যারা নিজয়ী হয়েছো তাদের জন্য পুরষ্কার নয়, আমরা তাদের সম্মান জানাচ্ছি। যারা পুরষ্কার পাওনি তাদেরকে ধন্যবাদ। মাদক থেকে রাখতে খেলাধুলা দরকার। যারা মাদক থেকে দূরে আসছে তাদেরও খেলাধুলা করতে হবে। যারা বিজয়ী তাদের সম্মাননা জানানো হচ্ছে যাতে তারা আরও উৎসাহী হয়, উদ্যমী হয়।

এসময় জেলার সহকারী শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম, ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ে অংশ নেয়। মোট ১০টি ক্রীড়া ইভেন্টের বিভিন্ন বিভাগের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা পুরষ্কার বিতরণ করেন। জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অংশ নিবেন।

Check Also

বগুড়ায় ইনফিনিক্স মোবাইলের নতুন শো-রুমের উদ্বোধন

বগুড়া সংবাদ:  বগুড়ায় জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Infinix–এর নতুন শো-রুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ১৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *