সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জেলা পর্যায়ে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়ায় জেলা পর্যায়ে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকালে বগুড়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আব্দুল ওয়াজেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন।
বগুড়া জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রেজওয়ানুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা সহকারী শিক্ষা অফিসার ফজলুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ক্রীড়া শিক্ষক আঃ মান্নান, খালেদ মাহমুদ রুবেল, জাহাঙ্গীর আলম, সুলতান আহমেদ, হাসান ইমাম, আব্দুস সবুর, ফজলে রাব্বি, আয়েশা সিদ্দিকাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহনশীলতা অর্জন করতে পারে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
উদ্বোধনী দিনে ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, বাস্কেটবল, অ্যাথলেটিকস ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

Check Also

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : ‘এসো মিলি,এসো গড়ি, দুপচাঁচিয়া কে সমৃদ্ধ করি’ এই শ্লোগান নিয়ে ঢাকায় বসবসরতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *