সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত-১ আহত-৪

বগুড়া সংবাদ: (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  : বগুড়ার গাবতলীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। অপর ৪জন গুরুতর আহত হয়ে গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধায় উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে।
জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আতাউর রহমান ও আব্দুস সাত্তারের ছেলে আবু বক্কর সিদ্দিকের সাথে একই গ্রামের প্রতিবেশী মৃত বুলু প্রামানিকের ছেলে মন্টু, বাবুল ও মামুনের দীর্ঘ দেড় বছর যাবত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষ মন্টু ও তার ভাইয়েরা আবু বক্কর সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে আবু বক্করের মৃত্যু হয়। এসময় আতাউরসহ তার লোকজন আবু বক্করকে আগাইতে আসলে প্রতিপক্ষরা জেমি বেগম (৩৫), শিফা খাতুন (২৫), বৃষ্টি খাতুন (১৫) ও তাদের পিতা আতাউর রহমান (৫৫) গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা নিহত আবুবক্কর সিদ্দিককে গাবতলী হাসপাতালে নেন এবং আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখিত ঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। মডেল থানার ওসি আনিছুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, জমির নিয়ে বিরোধে আবু বক্কর সিদ্দিক মারা গেছে। লাশ মর্গে প্রেরণ করা হবে।

Check Also

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় পারভেজ প্রাং(২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *