সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আসছেন তারেক রহমান ১৯ বছর পর

বগুড়া সংবাদ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে তার প্রথম সফর শুরু করতে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি তিনি দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফর করবেন বলে দলের একাধিক সূত্র  রবিবার (৪ জানুয়ারি) নিশ্চিত করেছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের বগুড়ায় প্রথম সফর। ফলে এই সফরকে কেন্দ্র করে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা, শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

দলীয় নেতারা বলছেন, দীর্ঘদিন পর দলের সর্বোচ্চ নেতৃত্বের সরাসরি উপস্থিতি বগুড়ায় বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।মনোনয়নপত্র বৈধ ঘোষণা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, তারেক রহমানের মনোন য়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরণের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

Check Also

৩৭ বগুড়া- ২ শিবগঞ্জ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

বগুড়া সংবাদ : আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *