বগুড়া সংবাদ : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বাদ যোহর নবনির্মিত বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমুখ। এছাড়া সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বেলায়েত হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
