সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় মোনারপটল গ্রামীণ সড়ক বেহালদশায় যাতায়াতে জনদুর্ভোগ

বগুড়া সংবাদ (মোশাররফ হোসেন মজনু,সোনাতলা ,বগুড়া):  বগুড়ার সোনাতলা উপজেলার মোনারপটল গ্রামে বেহালদশা কাঁচা সড়ক দিয়ে যাতায়াতে জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কটি পাকা করনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী এলাকাবাসীর। গ্রামীণ এই সড়ক মান্দাতার আমল থেকে যে অবস্থায় আজও সেই অবস্থায় রয়েছে। এর কোনো উন্নয়ন হয়নি। অথচ সড়কটি অতীব গুরুত্বপূর্ণ। সড়কের অধিকাংশ স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। খরা মৌসুমে সাইকেল,মোটরসাইকেল.ভ্যানগাড়ি,ভটভটি ও সিএনজি যোগে যাতায়াত করা কষ্টকর হয়ে দাঁড়ায়। এর চেয়ে বেশি কষ্টকর হয় বর্ষকালে। পায়ে হেঁটেও যাতায়াত করা কষ্টকর হয়। এ সড়ক দিয়ে মোনারপটল,সাতবেকি,পশ্চিম পদ্মপাড়া ও হলিদাবগা গ্রামের কৃষক,ব্যবসায়ী ও শিক্ষার্থী-সহ নানা শ্রেণি পেশার মানুষ প্রতিনিয়িত যাতায়াত করে থাকেন। যাতায়াতে দুর্ভোগ লাঘবে ২০২৩-২০২৪ অর্থ বছরে এলজিইডি বিভাগের মাধ্যমে সাতবেকি গ্রামের চারমাথা মোড় থেকে সাতবেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে দক্ষিণ দিকে ২৫০ মিটার সড়ক ৩৫ লাখ টাকা ব্যয়ে পাকা করন হয়েছে। ফলে সাতবেকি গ্রামের লোকজন উত্তর দিকে ও উত্তর এলাকা থেকে সাতবেকি গ্রামে আসা লোকজনের পক্ষে সুবিধা হয়েছে। সাতবেকি পাকা সড়কের দক্ষিণ মাথা থেকে দক্ষিণ দিকে মোনারপটল গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক পাকাকরন হলে উল্লেখিত চার গ্রামের মানুষের যাতায়াতে সুবিধা হবে। কৃষকদের সুবিধা হবে ক্ষেতের ফসল ফলাতে। সুবিধা হবে ব্যবসায়ীরা কিংবা হাটুরেরা হাটবাজার থেকে পণ্য বহন করতে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে সুবিধা পাবে। এছাড়া অন্যান্য শ্রেণি পেশার মানুষদেরও সুবিধা হবে। এলাকার পিন্টু মিয়া,ফরিদ উদ্দিন,মোমিনুল ইসলাম ও ছাত্র আলিফ হোসেন জানান, মোনারপটল গ্রামে রয়েছে ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,১টি এতিমখানা হাফেজিয়া মাদ্রাসা,২টি জামে মসজিদ ও ১টি রাইছ মিল-সহ বেশ কয়েকটি মুদি দোকান। এসব গ্রামের মানুষজন মোনারপটল গ্রাম হয়ে পাশেই হলিদাবগা খেয়াঘাট পাড় হয়ে ট্রেনে ওঠা, ব্যাংকে,পোস্ট অফিসে,কলেজে, হাইস্কুলে, ডাক্তারের কাছে ও বাজার করতে ভেলুপাড়ায় যেতে হয়। মোনারপটলে গ্রামীণ কাঁচা সড়কটি পাকাকরন হলে যাতায়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলবে অনেকে। সোনাতলার বিভিন্ন সড়কের উন্নয়ন হলেও আজ পর্যন্ত মোনারপটল গ্রামের কাঁচা সড়কটি কোনো উন্নয়ন হয়নি। তাই এলাকার জনসাধারণ মোনারপটল গ্রামের অবহেলিত গ্রামীণ কাঁচা সড়ক অবিলম্বে পাকাকরনের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি জোরদাবী তুলেছেন। উপজেলা এলজিইডি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম সম্প্রতিতে বলেছেন সাতবেকির পাকা সড়কের দক্ষিণ মাথা থেকে মোনারপটল গ্রামের দিকে ১ হাজার ২শ’ মিটার কাঁচা সড়ক পাকা করনের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তুত করে পাঠানো হয়েছে। পাকা করনের এখনো অনুমোদন আসেনি। অনুমোদন এলে কাজ শুরু করা হবে।

Check Also

সিটি স্কুলের ৫০ শিক্ষার্থীকে শীতবস্ত্র দিলো শিক্ষকরা

বগুড়া সংবাদ : বগুড়া সহ উত্তরাঞ্চলে তীব্র শীতে কাপছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শীত নিবারণে সোমবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *