সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে দুইযাত্রী নিহত, আহত একজন

 

বগুড়া সংবাদ  :  বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির বড় আখিড়ার মোড় নামক স্থানে এ দুঘটনা ঘটে।
নিহতরা হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আহত মিজু আহম্মেদ (২৪) একই গ্রামের ফজলুল প্রামানিকের ছেলে।
জানা যায়, শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে ওই তিনজন যাত্রী মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে যাচ্ছিলেন। ঘন কুয়াশায় ঢাকা ছিল সড়ক। সিএনজিটি আদমদীঘির বড়আখিড়া মোড় নামক স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস সিএনজির পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় সিএনজি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত হন। আহত হন মিজু আহমেদ। খবর পেয়ে স্থানীয় জনতা ও আদমদীঘি ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, নিহতদের স্বজনরা মামলা না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Check Also

শিবগঞ্জে ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশনের কম্বল উপহার

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে মানবিক সংগঠন রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশন-এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *