সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালন

বগুড়া সংবাদ : ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এ প্রতিপাদ্য নিয়ে শনিবার বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় (বটতলা) থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

জেলা সমাজসেবা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মোঃ রকনুল হক এর সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। আলোচনার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সমাজসেবা অফিসার (রেজিঃ) মোঃ আজিজুল ইসলাম খান।

আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে সুবিধাভোগীদের কাছে দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়া সময়ের দাবি। সমাজে সাম্য ও ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার এবং প্রযুক্তিনির্ভর সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ আতাউর রহমান। সমাজসেবার মাধ্যমে সফল তিনজন— MIT পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান মাসুম, ঋণগ্রহীতা মোঃ মোজাফর হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী রিত্তি নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন।

শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম লিটনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার, উপতত্ত্বাবধায়ক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

সিটি স্কুলের ৫০ শিক্ষার্থীকে শীতবস্ত্র দিলো শিক্ষকরা

বগুড়া সংবাদ : বগুড়া সহ উত্তরাঞ্চলে তীব্র শীতে কাপছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শীত নিবারণে সোমবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *