বগুড়া সংবাদ : বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে। রবিবার বেলা ২টায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছ মনোনয়ন পত্র গ্রহণ করেন।
এ সময় হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অংশ নিবেন। আমরা তার পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করার জন্য এসেছিলাম। তার মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে। আগামীতে এটি সঠিক জায়গায় জমা দেয়া হবে। বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র উত্তোলনকালে জেলা বিএনপি ও গাবতলী-শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র উত্তোলনের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
