বগুড়া সংবাদ : বগুড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান শরীফ হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ইনকিলাব মঞ্চ বগুড়ার আয়োজনে গায়েবানা জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপি, জেএসডিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
ইনকিলাব মঞ্চ বগুড়ার আহবায়ক মুয়াজ বিন মোস্তাফিজের পরিচালনায় শহীদ হাদির গায়েবানা জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল।
এসময় গায়েবানা জানাজা নামাজে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আবদুল মালেক, জেএসডি নেতা রেজাউল বারী দিপন, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতার ঢাল নামে।
গায়েবানা জানাজা নামাজ ও দোয়া পরিচালনা করেন হাকির মোড়ের শাহপাড়া জামে মসজিদের খতিব আহসান হাবিব সাকি। দোয়া মাহফিলে শহীদদের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা এবং কল্যাণ কামনা করা হয়।
জানাজা নামাজের পূর্বে বক্তারা বলেন, ফ্যাসিস্টরা এখনও এদেশে রয়েছে। তারা দেশটাকে অস্থিতিশীল করতে চোরা গুপ্তা হামলা করছে। কোন ষড়যন্ত্র এদেশের নির্বাচনকে বাঁধা গ্রস্থ করতে পারবে না। হাদিকে হত্যার মধ্যে দিয়ে এদেশের ঘরে ঘরে হাদির জন্ম হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
