সর্বশেষ সংবাদ ::

দক্ষ হাতে কাজ করি, পরিবেশ দূষণ রোধ করি দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন

বগুড়া সংবাদ : শনিবার ২০ই ডিসেম্বর-২০২৫, দুপুর ১:০০টায় বগুড়ায় সাতমাথায় পরিবেশ দূষণ রোধ ও জনস্বার্থে নিরাপদ কর্মপদ্ধতি নিশ্চিতকরণের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা রেফ্রিজারেশন ওয়ার্কশপ মালিক কল্যাণ এসোসিয়েশন। শনিবার বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সড়কে সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা রেফ্রিজারেশন ওয়ার্কশপ মালিক কল্যাণ এসোসিয়েশনের সভাপতি জনাব শম্ভুনাথ পোদ্মার। কর্মসূচিতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মামুদুর রহমান বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনা ও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জনাব মশিউর রহমান শামীম।মানববন্ধনে বক্তারা বলেন, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং খাতে ব্যবহৃত গ্যাস ও বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। দক্ষ কারিগরি জ্ঞান ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে ওজোন স্তর রক্ষা, বায়ু দূষণ হ্রাস এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব।সভাপতির বক্তব্যে জনাব শম্ভুনাথ পোদ্মার বলেন, “দক্ষ হাতে কাজ করলে যেমন গ্রাহক সেবার মান বাড়ে, তেমনি পরিবেশ দূষণও রোধ করা যায়। আমাদের সকল ওয়ার্কশপে নিরাপদ গ্যাস ব্যবস্থাপনা, মানসম্মত যন্ত্রাংশ ব্যবহার ও প্রশিক্ষিত কারিগর নিয়োগ নিশ্চিত করতে হবে।”

প্রধান উপদেষ্টা জনাব মামুদুর রহমান বিপ্লব বলেন, “পরিবেশ রক্ষায় সরকারি নীতিমালার পাশাপাশি মালিক-কারিগরদের সচেতনতা জরুরি। এ খাতে নিয়মিত প্রশিক্ষণ ও মনিটরিং ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।”
সেক্রেটারি জনাব মশিউর রহমান শামীম বলেন, “দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ কর্মপদ্ধতি অনুসরণের দাবি জানাচ্ছি।”মানববন্ধনে সংগঠনের সদস্যবৃন্দ, ওয়ার্কশপ মালিক, কারিগর ও পরিবেশ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Check Also

পোস্ট অফিসের পোস্টাল অপারেটর হোসেন আলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বগুড়া সংবাদ: পোস্ট অফিসের পোস্টাল অপারেটর হোসেন আলীর বিরুদ্ধে ৯ ডিসেম্বর-২০২৫ তারিখ রাতে সোনাতলা প্রেসক্লাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *