বগুড়া সংবাদ : শনিবার ২০ই ডিসেম্বর-২০২৫, দুপুর ১:০০টায় বগুড়ায় সাতমাথায় পরিবেশ দূষণ রোধ ও জনস্বার্থে নিরাপদ কর্মপদ্ধতি নিশ্চিতকরণের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা রেফ্রিজারেশন ওয়ার্কশপ মালিক কল্যাণ এসোসিয়েশন। শনিবার বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সড়কে সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা রেফ্রিজারেশন ওয়ার্কশপ মালিক কল্যাণ এসোসিয়েশনের সভাপতি জনাব শম্ভুনাথ পোদ্মার। কর্মসূচিতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মামুদুর রহমান বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনা ও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জনাব মশিউর রহমান শামীম।মানববন্ধনে বক্তারা বলেন, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং খাতে ব্যবহৃত গ্যাস ও বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। দক্ষ কারিগরি জ্ঞান ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে ওজোন স্তর রক্ষা, বায়ু দূষণ হ্রাস এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব।সভাপতির বক্তব্যে জনাব শম্ভুনাথ পোদ্মার বলেন, “দক্ষ হাতে কাজ করলে যেমন গ্রাহক সেবার মান বাড়ে, তেমনি পরিবেশ দূষণও রোধ করা যায়। আমাদের সকল ওয়ার্কশপে নিরাপদ গ্যাস ব্যবস্থাপনা, মানসম্মত যন্ত্রাংশ ব্যবহার ও প্রশিক্ষিত কারিগর নিয়োগ নিশ্চিত করতে হবে।”
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
