
বগুড়া সংবাদ : বগুড়া জেলা বিএনপি’র সহসভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি (হাই কমান্ড হতে সবুজ সংকেত প্রাপ্ত) আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আব্দুল মুহিত তালুকদার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছেন। ১৯ অক্টোবর রোববার বিকালে তালোড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। পরে তালোড়া দলীয় কার্যালয়ে তালোড়া পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহিছুর রহমান কাজলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মুহিত তালুকদার। এসময় তালোড়া পৌর বিএনপি’র সহসভাপতি লোকমান হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক এস এ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক অনিল কুমার রায়, তালোড়া পৌর ওলামা দলের আহবায়ক হাফেজ শাহজালাল, তালোড়া পৌর সভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, সাবেক ১নং প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর পূর্বে বিএনপি নেতা মুহিত তালোড়া বাজারের ব্যবসায়ী হেমচাঁদ পোদ্দার হিমুর বাড়িতে গিয়ে সম্প্রতি ডাকাতরা তাঁর বোনকে খুন করায় ও ডাকাতির ঘটনায় তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে তাঁদেরকে সমবেদনা জানান এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসনের প্রতি দাবী জানান।