বগুড়া সংবাদ : রাজশাহীতে ৮ম অক্ষয় কুমার মৈত্রেয় নাট্যোৎসব-২০২৪ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী থিয়েটারের আয়োজিত পাঁচ দিনব্যাপী এই নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন আয়োজকরা।
রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ, ভারতের পশ্চিমবঙ্গের কবি ও নাট্যজন ও সম্পাদক অনুপম ভট্টাচার্য, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসা ময়না।
নাট্যোৎসবের প্রথম দিন বগুড়া থিয়েটারের ফকির মজনু শাহ নাটক মঞ্চস্থ হয়। ২ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খেলাঘর ও ৩ মার্চ অচলায়তন, ৪ মার্চ রাজশাহী থিয়েটারের পুনর্জন্ম এবং ৫ মার্চ ভারতের ইউনিটি মালঞ্চের স্বপ্নের এক ফেরিওয়ালা ও আত্মকথন মঞ্চস্থ হবে।