সর্বশেষ সংবাদ ::

‘Web tarantulas মিনিবার ফুটবল টুর্নামেন্ট’ ২০২৪ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ – চ্যাম্পিয়ন ভোরের আলো স্পোর্টিং ক্লাব

বগুড়া সংবাদ : বগুড়ার মালতিনগর গোবরা ফুটবল মাঠে ‘Web tarantulas মিনিবার ফুটবল টুর্নামেন্ট’ ২০২৪ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৪ টায় মালতিনগর স্টাফ কোয়ার্টার গোবরা ফুটবল মাঠে টুর্নামেন্টে বিজয়ী ও রানার্সআপদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব সুলতান মাহমুদ খান রনি সভাপতি জেলা ফুটবল এসোসিয়েশন,বগুড়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী আশরাফ ইনচার্জ বনানী পুলিশ ফাঁড়ি বগুড়া, জনাব মোঃ মুশফিকুর রহমান কাজল, জনাব মোঃ নুরুল বাশার চন্দন, মোস্তফা কামাল ডন, মোঃ মাসুদ রানা, শরিফুল আলম শিপুল,ইঞ্জিনিয়ার মোঃ আবু রাসেল তারেক,আরিফুল ইসলাম সুমন, মোহাম্মদ আখতারুজ্জামান, সজীব আহমেদ মনির।
ফাইনাল খেলায় ভোরের আলো স্পোর্টিং ক্লাব ০ -১ গোলে  ব্রাইট স্টার ফুটবল  ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয়েছে ব্রাইট স্টার ফুটবল  ক্লাব।

Check Also

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদকের সাংবাদিক সম্মেলন

বগুড়া সংবাদ : বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *