
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫২তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি হয়েছে। গত ২৯সেপ্টেম্বর সোমবার বিকালে সমাপনী দিনে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ফুটবল খেলায় তালুচ উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩-২গোলে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন আজিজুল হক। তাকে সহযোগিতা করেন তবিবর রহমান ও ইদ্রিস আলী। খেলা শেষে বিদ্যালয় মাঠে এক পুরস্কার বিতরনী সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল প্রমুখ। এসময় তালোড়া পৌর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই বাবু, তালোড়া পৌর বিএনরি সাধারণ সম্পাদক এমরান আলী রিপু, জামায়াত নেতা শরিফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু হেলাল সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি গ্রীষ্মকালীন খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।