
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা সদর ইউনিয়ন ও মধুপুর ইউনিয়নে কয়েকটি শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ইউএনও স্বীকৃতি প্রামানিক। তার সাথে ছিলেন থানার অফিসার ইনচার্জ রওশন কবীর সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বেলাল আকন্দ, মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাঈনুল হক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্ জামাল ও কিছু সংখ্যক পুলিশ সদস্য। এছাড়া ছিল সোনাতলায় কর্মরত সাংবাদিকদের একটি টিম। টিমে ছিলেন সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু,বর্তমান সভাপতি শহিদুল ইসলাম শাহীন,সাংবাদিক ফয়সাল আহম্মেদ,শামীম হোসেন সুজন,আমিরুল ইসলাম ও তৌহিদ ও হারুন-অর-রশিদ। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাবিলপুর নাপিত বাড়ি,চকনন্দন,বিশ্বনাথপুর ও মধুপুরে দুটি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করা হয়।