
বগুড়া সংবাদ : বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছয়পুরকুরিয়া বালিকা বিদ্যালয় ও কলেজে আজ (৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বিজয় উৎসব, সুধী ও অভিভাবক সমাবেশ। সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোঃ এমদাদুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি জনাব অ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মোঃ সরকার মুকুল, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি, জনাব মোঃ আঃ মান্নান।
সভায় আরোও বক্তব্য রাখেন জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুব আলম, এ্যাডঃ রুহুল আমিন, আঃ খালেক, শামছুল হক মন্ডল, নুর আমিন মন্ডল, শহিদুল ইসলাম, ডাঃ আজিজুল হক, গোলাম রসুল, সাবেক কাউন্সিলর ও বিএনপিনেতা মাফুজার রহমান মাফু, অভিভাবক সদস্য শামিমা আকতার প্রমূখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক বখতিয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, অভিভাবক-শিক্ষক সমন্বয় এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা প্রদর্শিত হয়।
সভাপতির বক্তব্যে এমদাদুল হক মিলন বলেন, “এ বিজয় উৎসব শুধু আনন্দের নয়, আমাদের দায়িত্ববোধ জাগ্রত করারও দিন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে এবং দেশকে এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।”
সমাবেশ শেষে সবার অংশ গ্রহনে একটি বিজয় মিছিল বের করা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং সমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।