
বগুড়া সংবাদ : জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষনা না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের আন্দোলন চলবে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার দেওয়া জন্য বিএনপি দীর্ঘ ১৬ বছর রাজপথে ছিল, আছে এবং ভোটের অধিকার আদায় করেই ঘরে ফিরবে। ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বগুড়া সদরের মাটিডালি বিমান মোড়ে আনন্দ মিছিল বের করে সদর উপজেলা বিএনপি। জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের নেতৃত্বে এতে সদর উপজেলা বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজার—হাজার নেতাকর্মীরা অংশ নেন। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, বগুড়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর। জেলা মহিলা দলের সাধারন সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, সদর উপজেলা বিএনপিনেতা ছামছুল আলম মন্ডল, ফেরদৌস আলম পিলু, রাজিবুল করিম রাফি, আব্দুর রশিদ বজলু, আবু বক্কর সিদ্দিক, মাফতুন আহম্মেদ, আব্দুল বাছেদ, আইয়ুব খান, আকমল হোসেন সজল, শাহ আলম জনি, মানিক, কামাল ফকির, সাইদুর কবির সাজু, হাসান জাহিদ হেলাল, জালাল উদ্দিন, আব্দুল হান্নান, আসাদুল হক টুকু, আল আমিন পেস্তা, আতিকুর রহমান আতিক, আতাউর রহমান মিঠু, আতাউর রহমান টুকু, মোজাফফর হোসেন, এনামুল হক উকিল, এবিএম মিলন, সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগম, শিউলি, রানী মা, নিগার, যুবনেতা শাহ আলম, বিপুল কর্মকার, শাহিনুর রহমান শাহিন, একরাম হোসেন, বিলাল মন্ডল, শাকিল প্রাং, স্বেচ্ছাসেবক দলের রকিবুল ইসলাম সিপন, ছাত্রনেতা লিসান, আলামিন, রাকিব, কৃষকদলের রফিকুল ইসলাম, শ্রমিক দলের আমিনুর রহমান, মামুন, জামাল, মৎস্যজীবী দলনেতা সাজেদুল ইসলাম সজল, খোকন শেখ, আরিফুল ইসলাম আরিফ, তাঁতী দলের আঃ রহিম প্রমূখ।