বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান বাড়াতে এনালগ এক্সরের পরিবর্তে ডিজিটাল এক্সরে প্রয়োজন হয়ে পড়েছে। এজন্য প্রয়োজন কম্পিউটারাইজ রেডিও গ্রাফি (সিআর) মেশিন। স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট। এ স্বাস্থ্য কমপ্লেক্সে যত কিছু বরাদ্দ আসে শুধু সোনাতলা উপজেলাবাসীর জন্য। অথচ এখানে সোনাতলার পার্শ্ববর্তী সাঘাটা,গোবিন্দগঞ্জ.শিবগঞ্জ,সারিয়াকান্দি ও গাবতলি উপজেলার রুগীরাও চিকিৎসা সেবা নিতে আসেন। এক্সরে বিভাগের মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিও) মোঃ শাহ বেদারুল হক জানান,স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার পর থেকে এখানে একটি ১০০ মিলিয়াম এমপিআর (এমএ) এনালগ মেশিনে এক্সরের কাজ হয়ে আসছে। এটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় ২০২০ সালে ৩০০ এমএ নতুন একটি এক্সরে মেশিন বরাদ্দ আসে। যা আজও ব্যবহার হয়ে আসছে। এ দিয়ে ডিজিটাল এক্সরের মতো কাজ ভালো হয় না। তিনি আরো জানান ৩০০ এমএ নতুন এনালগ এক্সরে মেশিনের সাথে সিআর মেশিন সংযোগ দিতে হবে। তাহলেই ডিজিটাল এক্সরে কাজ হবে। ডিজিটালে এক্সরে করলে সেই কাজ হবে নিখুঁত ও স্বচ্ছ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন কবিরাজ জানান, এক্সরে বিভাগে ৩০০ এমএ এক্সরে মেশিন রয়েছে। এর সাথে একটি সিআর মেশিন সংযোগ দিলেই এক্সরে মেশিনটি ডিজিটালে রুপান্তরিত হবে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সওে মেশিন না থাকায় রুগীরা নিরুপায় হয়ে দূরে অবস্থিত বে-সরকারি ডায়াগনোস্টিক সেন্টার থেকে অধিক টাকার বিনিময়ে ডিজিটাল এক্সরে করে থাকেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
