সর্বশেষ সংবাদ ::

কাহালুর নারহট্রে মসজিদ ও বিদ্যালয়ের রাস্তা বন্ধ ইউএনও বরাবরে লিখিত অভিযোগ

 

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার নারহট্র গ্রামে মসজিদ ও বিদ্যালয়ের রাস্তা বন্ধ অবমুক্ত করতে গতকাল সোমবার কাহালু উপজেলা নির্বাহি অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন নারহট্র গ্রামের শাহাদত হোসেনের পুত্র সানোয়ার হোসেন সহ অত্র গ্রামের স্বাক্ষরিত ৩৭ জন জনসাধারণ।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, নারহট্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পিছনে প্রায় ১শত বছরের পুরানো একটি মনজিদ রয়েছে। উক্ত মসজিদে প্রতিনিয়ত অনেক মুসুল্লি নামাজ আদায় করে আসছিল। বর্তমানে উত্তর পার্শ্বে মসজিদের যায়াতের একটি মাত্র রাস্তা পুকুরের মধ্যে আংশিক ভেঙ্গে গেছে এবং বাকী পুরো অংশ জোরপূর্বক সরকারী জায়গা ভোগ দখল করে আসছে নারহট্র কাচারীপাড়া গ্রামের মৃত জোব্বার মন্ডলের পুত্র আবু জাফর মন্ডল তার পুত্র আলমগীর হোসেন টিপু ও জাহাঙ্গীর আলম। তারা সরকারী জায়গা জোরপূর্বক ভোগ দখল করা সহ বেড়া দিয়ে পুকুর পাড়ের বিভিন্ন গাছ কেটে ফেলেছে। তাদেরকে বাধা নিষেধ করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। যার ফলে উক্ত রাস্তা দিয়ে কোন মানুষ মসজিদে নামাজ আদায় করার জন্য যাইতে পারছেনা। গ্রামবাসী উক্ত রাস্তা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও মসজিদের মুসুল্লিদের জন্য অবমুক্ত করণ এবং সরকারী জায়গা দখলকারীর বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
দখলকারী আবু জাফর মন্ডলের সাথে কথা বলা হলে তিনি এ বিষয়ে তিনি কোন মন্তব্য করবেন না বলে জানান।
এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

 

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *