সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় ভটভটি পিকআপ সংঘর্ষে পিকআপ চালক নিহত

বগুড়া সংবাদ : নওগাঁর পত্নীতলায় ভটভটি ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক জসিম (৩৭) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে নজিপুর-বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্রা থানার চিচড়াকান্দা চরপাড়া গ্রামের আলী উছমানের ছেলে।

পত্নীতলা ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নজিপুর থেকে বদলগাছী অভিমুখি একটি ভটভটি ও বদলগাছী থেকে নজিপুর অভিমুখি আসা একটি পিক-আপের নজিপুর-বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পিকআপ চালক জসিম গাড়ির ভেতরেই আটকে পড়েন। খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাশেদুর রহমান বলেন, একজন পথচারীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানাগেছে , নিহতের মৃত দেহ পুলিশ হেফাজতে রয়েছে ও নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

Check Also

বগুড়ার নুনগোলায় হিন্দুপল্লীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ কল্যাণ রাস্ট্র গঠনে সকল ধর্মের মানুষ কে এক সাথে কাজ করতে হবে: সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদ প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *