বগুড়া সংবাদ : বগুড়ায় ১৪ বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা রিক্সাচালক শাকিলকে পিটিয়ে হত্যাকারী জিতু ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৮জুন) বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় বগুড়ার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এনসিপি বগুড়া জেলার সংগঠক শওতক ইমরানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলার সদস্য সচিব আব্দুল্লাহেল তাকি, সাবেক কাউন্সিলর আমিনুল ফরিদ, বাসদ জেলার সদস্য সচিব এ্যাডভোকেট দিলরুবা, এনসিপি কেন্দ্রীয় সংগঠক ডাঃ সানি, ছাত্র সংগঠক সৈকত, এনসিপি জেলার সংগঠক এ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি, সমাতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলার নেতা নিতু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্য সচিব সাকিব খান, নিহত শাকিলের বোন আশা খাতুন ও মনিশা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতুসহ তার বাহিনী নির্মমভাবে শাকিলকে পিটিয়ে হত্যা করেছে। দলের ছত্রছায়ায় সে এলাকায় অন্যায় কাজ করে বেড়ায়। তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
তারা আরো বলেন, রিক্সাচালক শাকিলকে প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে এটি মেনে নেয়া যায় না। তার পরিবার আজ অভিবভাবক শূণ্য। আমরা খুনি জিতুসহ তার সহযোগীদের ফাঁসির দাবি জানাচ্ছি। একই সাথে এই খুনের সাথে জড়িত
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
