বগুড়া সংবাদ : বগুড়ায় দিনব্যাপি সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন বগুড়া ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ অর্থ বিভাগের আয়োজনে বুধবার (১৮ জুন) বেলা ১১টার দিকে শহরের শহীদ খোকন পার্কে এ মেলার উদ্বোধন করা হয়।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ ঢাকার সদস্য (প্রশাসন ও অর্থ) এ, ওয়াই, এম, জিয়াউদ্দীন আল-মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ এর আওতায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হয়েছে। এটি রাষ্ট্রীয় গ্যারান্টি যুক্ত স্কিম। তাই এনজিওদের মতো টাকা নিয়ে যাবে না। সরকার আসবে সরকার যাবে। রাষ্ট্র্রীয় কর্মসূচি অব্যাহত থাকবে। সরকার পরিবর্তন হলেও সর্বজনীন পেনশন স্কিম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, এখন সরকারি প্রতিষ্ঠানে পেনশন তুলতে হয়রানি নেই। আর এটার ক্ষেত্রে তো প্রশ্নই আসে না। সরাসরি ব্যাংকের মাধ্যমে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। কোনও অফিসে যাওয়ার প্রয়োজন নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, সিভিল সার্জন ডাঃ এ কে এম মোফাখখারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক মোঃ আলমগীর প্রমুখ। দিনব্যাপি মেলায় ৩২টি স্টল স্থান পায়। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
