বগুড়া সংবাদ : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো করোনা পজিটিভ একজন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীর নাম মোছাঃ শেফালী (৫০), স্বামী: মোঃ আজগর। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মহিপুর গ্রামের বাসিন্দা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী মোছাঃ শেফালী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন এবং পরীক্ষায় তার করোনা পজিটিভ ফলাফল পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখযোগ্য যে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এটিই প্রথম কোনো করোনা পজিটিভ রোগী ভর্তি হওয়ার ঘটনা, যা স্বাস্থ্য বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
