সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ ৯ জন আটক

বগুড়া সংবাদ : গতকাল সোমবার বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীদের সক্রিয়তার বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দুপচাঁচিয়া আর্মি ক্যাম্পের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে সরাসরি মাদক ব্যবসায় জড়িত এমন ৯ জনকে ইয়াবা ও হেরোইন সহ আটক করা হয়। এ সময় ১৪ পিস ইয়াবা ও ২৯ প্যাকেট (আনুমানিক ১০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকসহ অপরাধীদের দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকরী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

Check Also

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠুকে সংবর্ধনা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠুকে সুষ্ঠু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *