বগুড়া সংবাদ : ফেসবুকে একটি প্রচলিত বাউল গানের লাইন পোস্ট করার জেরে গ্রেপ্তারকৃত সাংবাদিক ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তি ও বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিনের প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ মে) দুপুর ১টায় শহরের কেন্দ্রীয় সাতমাথা মোড়ে ‘বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকরা। সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওয়াহেদ ফকিরকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
গত শনিবার রাতে শহরের সাতমাথা এলাকা থেকে ওয়াহেদ ফকিরকে আটক করে বগুড়া সদর থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ, তিনি ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন একটি পোস্ট দিয়েছেন। যদিও ওয়াহেদ ফকির দাবি করেছেন, তার পোস্টটি একটি প্রচলিত বাউল গানের কলি এবং তা কোনোভাবেই ধর্মীয় অবমাননার উদ্দেশ্যে লেখা হয়নি।
তিনি বলেন, “আমি ধর্ম নিয়ে কিছুই লিখিনি। একটি মহল আমার পেছনে লেগেই আছে। তারা বহুদিন ধরেই ষড়যন্ত্র করছে। এবার তাদের চেষ্টা সফল হয়েছে।”
বগুড়ায় ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তির দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
