বগুড়ায় আলোচিত কিশোরী ধর্ষণের ঘটনায় প্রেমিক কে আসামি করে মামলা দায়ের

বগুড়া সংবাদ : বগুড়ায় প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে ভুক্তভোগীর বাবা বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেছেন। এতে কিশোরীর প্রেমিকে একমাত্র আসামিকে করা হয়েছে।  রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।

মামলার অভিযোগে বলা হয়েছে, শিবগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রীর সঙ্গে বগুড়া শহরের নামুজা ভান্ডারীপাড়ার এক যুবকের সাথে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ এপ্রিল সকাল ৯টার দিকে ওই যুবকের ডাকে সাড়া দিয়ে ছাত্রীটি বগুড়ার মম ইন বিনোদন কেন্দ্রে যায়। পরে তাকে ঘোরাঘুরির পর মাটিডালী এলাকার একটি অজ্ঞাত বাড়ি বা হোটেলে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

পরে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক ব্যক্তি ও জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে পরিবার গিয়ে মেয়েটিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন।

সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

Check Also

দুপচাঁচিয়া বিএনপির সাংগঠনিক ও মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুপচাঁচিয়া পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *