বগুড়া সংবাদ : সোনাতলা পৌর এলাকার কামারপাড়া রাস্তা-সহ বিভিন্ন রাস্তা মেরামতের জন্য পিচ পোড়ানোর স্থান নির্দ্ধারণ করা হয়েছিল উপজেলা স্টেডিয়ামে। গত ২০২১-২০২২ অর্থ বছরে স্টেডিয়ামে পিচ পোড়ানোর কাজ করায় ধোঁয়া ও কালিতে স্টেডিয়ামের পশ্চিম পাশে ও আশপাশের এলাকার বাড়ি-ঘরে,আবাদি জমি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে স্থানীয়রা তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ ও সেইসাথে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় উপজেলা প্রশাসন পিচ পোড়ানোর কাজ বন্ধ করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ অন্যস্থানে গিয়ে পিচ পোড়ানোর কাজ করেন। এবারেও একই কাজের জন্য একই স্থানে জমায়েত করা হয় পাথর,বালু ও ড্রাম। এখানে যাতে পূর্বের মতো বিটুমিন তৈরির জন্য পিচ পোড়ানোর কাজ না করা হয় এ লক্ষ্যে মোঃ গোলাম রব্বানী ও সুমন ইসলাম-সহ আরো কয়েক ব্যক্তি স্বাক্ষর করে গত ২০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক সোনাতলা স্টেডিয়ামে বিটুমিন তৈরির বা পিচ পোড়ানোর কাজ বন্ধ করেন। ফলে রাস্তা মেরামতের কাজে নিয়োজিত জনৈক ঠিকাদার তার লোকজন দিয়ে বুধবার (২৩ এপ্রিল) স্টেডিয়াম থেকে মালামালগুলো অপসারণ করেন। অভিযোগ ও স্টেডিয়াম থেকে পিচ পোড়ার মালামাল অপসারণের বিষয়টি সত্যতা স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রæত ব্যবস্থা নেয়ায় খুশি হয়েছেন অভিযোগকারীরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
