বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্ট সোনারর্গাঁ স্পোর্টিং ক্লাব ও রসুল স্মৃতি সংঘ বিজয়ী

বগুড়া সংবাদ : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় দিনের খেলায় সোনারগাঁ স্পোর্টিং ক্লাব ৫০ রানে সাতমাথা কিংসকে এবং রসুল স্মৃতি সংঘ ৫ উইকেটে প্লাটিনাম ক্লাবকে পরাজিত করেছে। বুধবার সকালে দিনের প্রথম খেলায় সাতমাথা কিংস এর বিপক্ষে টসে জিতে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭০ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন পাপ্পু। রোমান ৩৪ এবং তানভির ২৫ রান করেন। সাতমাথা কিংস এর স্বাধীন, আশিক, হৃদয়, কদর, সাদ্দাম ও সোহেল একটি করে উইকেট শিকার করেন। জবাবে সাতমাথা কিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে হৃদয় ৭০ এবং আশিক ২৬ রান করেন। এছাড়া আর কোন ব্যাটসম্যান দুইং অংকের ঘরে রান করতে পারেনি। সোনারগাঁ স্পোটিংয়ের অঅরমান ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। দিনের অপের ম্যাচে রসুল স্মৃতি সংঘের বিপক্ষে টসে জিতে প্লাটিনাম ক্লাব প্রথমে ব্যাট করে সব কয়টা উইকেট হারিয়ে ৯৯ রান করে। নাফি সর্বোচ্চ ১৮ এবং আসিফ ১৬ রান করেন। রসুল স্মৃতি সংঘের সাখাওয়োত ও সাগর ৩টি করে উইকেট লাভ করেন। জবাবে রসুল স্মৃতি সংঘ ৫ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। পাপ্পু ২৮ ও সাখাওয়াত অপরাজিত ২২ রান করেন। অলরাউন্ড পারফরমেন্সের জন্য রসুল স্মৃতি সংঘের সাখাওয়াত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। প্রথম ম্যাচ পরিচালনা করেন বিপুল ও রাহিদ এবং দ্বিতীয় ম্যাচ পরিচালনা করেন রুহুল ও আরমান। স্কোরারের দায়িত্বে ছিলেন সোহান। বৃহস্পতিবার সকাল ৯টায় ইয়ং এক্সপ্রেস বনাম মেঘদ্বীপ ক্রীড়া চক্র এবং দুপুর ১টায় মুখোমুখী হবে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী বনাম বেলাইল ক্রিকেট ক্লাব।

Check Also

বগুড়ায় আমীরে জামায়াতের নির্বাচনে ভোট গ্রহণ দেশকে আদর্শ ও কল্যাণ রাস্ট্র গঠনে নির্বাচনের মাঠে ঝাপিয়ে পড়তে হবে

বগুড়া সংবাদ : বগুড়ায় আমীরে জামায়াত নির্বাচনে ভোট গ্রহণ সম্পর্ণ হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়ার কলোনীস্থ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *