সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় মহান স্বাধীনতা দিবস পালিত

বগুড়া সংবাদ  : নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পত্নীতলা থানা পুলিশ সহ সরকারি আধা-সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, বেসরকারি এনজিও সংস্থা ও ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।
সকাল ৯টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান।
পরে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে শহিদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Check Also

বগুড়ার গাবতলীতে বিদ্যুৎ শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড ঘটনায় পরিবারকে নগদ টাকা, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সহযোগিতা করেন জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম।

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  :গত সোমবার বগুড়ার গাবতলীতে উন্চুরখি টোন পাড়া গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *