সর্বশেষ সংবাদ ::

সান্তাহার প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

বগুড়া সংবাদ  : বগুড়ার সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু বলেছেন, নতুন বাংলাদেশের সম্প্রীতিতে ভরা সমৃদ্ধশালী একটি আধুনিক শহর বিনির্মাণ করতে হলে বেশি বেশি গঠন মূলক সংবাদ প্রকাশের কোন বিকল্প নেই। শুধু বগুড়ার সান্তাহার নয় পুরো দেশকে নতুন করে বিনির্মাণ করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

বুধবার সন্ধ্যায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর খানের  সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (পরিকল্পনা মন্ত্রনালয়) যুগ্ম সচিব ড. মনজুরুল ইসলাম শাহীন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ফিরোজ মো : কামরুল হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারন সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, সান্তাহার পুলিশ ফাঁড়ি ইনচার্জ হাবিবুর রহমান হাবিব, উপ-পরিদর্শক বকুল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগা জেলার এন টিভির স্টাফ রিপোর্টার আসাদুর রহমান জয়, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এম আর ইসলাম রতন, শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাংবাদিক বুলবুল আহম্মেদ, এ এফ এম মমতাজুর রহমান, রোকনুজ্জামান রুকু, আবু বক্কর সিদ্দিক দু:খু, নয়ন হোসেন, রাকিবুল হাসান রাকিব সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Check Also

বগুড়ার নুনগোলায় হিন্দুপল্লীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ কল্যাণ রাস্ট্র গঠনে সকল ধর্মের মানুষ কে এক সাথে কাজ করতে হবে: সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদ প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *