বগুড়া সংবাদ :বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ মার্চ) ভোররাতে সদর থানাধীন বারপুর ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— পুরান বগুড়া এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে জহুরুল ইসলাম ওরফে চাচ্চু (৪৪), আবু বাক্কারের ছেলে মোঃ আরিফ (৩০) এবং মোঃ মামুন অর রশিদের ছেলে মোঃ রাজিব খান (৩৪)।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপশহর পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করেন। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি চাপাতি, দুটি সেলাই রেঞ্জ, চারটি ডাল রেঞ্জ, একটি স্ক্রু-ড্রাইভার ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
