সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদর উপজেলা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :৭ মার্চ শুক্রবার বগুড়া শহরতলীর চুড়িপট্টি মার্কেটে বগুড়া সদর উপজেলা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন রেজি: নং রাজ: ২৭০৩ এর সিনিঃ সদস্য সেকেন্দার আলীর সভাপতিত্বে আবুল কালাম আজাদ এর পরিচালনায় ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম দপ্তরের প্রতিনিধি শ্রম কর্মকর্তা শরিফুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ আসমাউল হোসেন, সভাপতি, বড় মসজিদ লেন দোকান মালিক সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ আকাশ, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব লিটন শেখ বাঘা, বগুড়া শহর যুবদলের সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম, ১৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি, কাজল মন্ডল, সাধারণ সম্পাদক সাগর খন্দকার। উক্ত সাধারণ সভায় সভার সভাপতি জানান, গত ৫ আগষ্ঠের পর সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ শ্রমিক লীগের নেতৃবৃন্দ সংগঠন ছেড়ে চলে যায়। ফলে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং সংগঠনের ক্ষতি সাধিত হয়। যা আগামী দিনে আপনারা সকল শ্রমিকগণ দৃষ্টি রেখে এ ধরণের নেতৃত্ব পরিহার করবেন। তাই সংগঠনের পরিচয় পত্র নবায়ন করে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচন করবেন। সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে আলহাজ্ব আসমাউল হোসেন চেয়ারম্যান, হোসাইন আহমেদ আকাশ সদস্য সচিব ও লিটন শেখ বাঘা, সেকেন্দার, মাহবুবুর রহমান সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি/ ২০২৫ গঠন করা হয়। সভায় আগামী ৩০ শে মে ২০২৫ ইং তারিখের মধ্যেই অত্র সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত সর্বসস্মতিক্রমে গৃহিত হয়।

Check Also

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *