বগুড়া সংবাদ : বগুড়ায় মহাসড়কে র্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার নাজমুল ইসলাম (২৬) নীলফামারীর জলঢাকা পূর্ব খামাতপাড়া মহল্লার রফিকুল ইসলাম কাছুর ছেলে । র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, শুক্রবার দিবাগত রাতে বগুড়া সদরের ঠেঙ্গামারা পশ্চিমপাড়া এলাকার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। দিনাজপুর থেকে ঢাকাগামী পাটগ্রাম এক্সপ্রেস পরিবহণের বাসে তল্লাশি করে ফেনসিডিল পাওয়া যায়। বাসে যাত্রীবেশে মাদক পাচার করছিল নাজমুল। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
