বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ার সঞ্জপুর বিডিএম আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ফেব্রæয়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে অধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে ও শিক্ষক শহীদুল ইসলামের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার হোসেন, কৃষকদল নেতা মাহবুর রহমান মাফু, শিক্ষক চম্পা বেগম, আনোয়ার হোসেন, শিক্ষার্থী সাদিয়া আক্তার বিথি, সাদিয়া আক্তার তমা, শিমুল প্রামানিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মহতামীম হাফেজ আব্দুল লতিফ সহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ মহিউদ্দিন আজহারী। এবার অত্র বিদ্যালয় হতে ৪৬জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
