বগুড়া সংবাদ : বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ আদমদিঘী উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন সোমবার বিকেলে আদমদিঘী আদমিয়া ফাজিল মাদরাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা হাফেজ মোঃ আতোয়ার হোসেন এবং দুপচাঁচিয়া উপজেলা শাখার সহঃ সেক্রেটারি মোঃ হুমায়ুন কবির। আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা রাহমাতুল্লাহ। সভায় মাওলানা মোঃ আব্দুল জাব্বারকে সভাপতি, মাওলানা রাহমাতুল্লাহকে সেক্রেটারি এবং প্রভাষক মাওলানা আইনুল হককে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের আদমদিঘী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা