সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় সালিশি বৈঠকের একব্যক্তির ওপর হামলা লুটপাট অগ্নিসংযোগ

বগুড়া সংবাদ:সোনাতলায় এস.এম.নুহের মাহমুদ (৪৭) নামে ব্যক্তিকে সালিশি বৈঠকে কয়েকজন লোক সংঘবদ্ধ হয়ে বেদম মারপিট,টাকা লুট,মোটরসাইকেলে ও অফিসে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। গত ৮ ফেব্রæয়ারি দুপুরের দিকে উপজেলার উত্তর বয়রা গ্রামের শফিকুল ইসলামের বাড়ির উঠানে সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গত রোববার ৮ জনের নাম উল্লেখ ও আরো ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে থানায় একটি মামলা দায়ের (মামলা নং ০৬) করেন তিনি। মামলা সূত্রে জানা যায়, সালিশি বৈঠকে এস.এম.নুহের মাহমুদ উপস্থিত ছিলেন। উপজেলার উত্তর বয়ড়া গ্রামের পিতা মৃত সেকেন্দার সরকারের ছেলে বকুল সরকার,ছলিম উদ্দিন সরকারের ছেলে সামাদ সরকার,দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত মোকলেছ এর ছেলে মাহফুজার রহমান,গোসাইবাড়ি গ্রামের মৃত মোতরাজ’র ছেলে মতি প্রাং ও মতি প্রাং এর ছেলে ইদু-সহ আরো কয়েকজন দলবদ্ধ হয়ে পূর্ব শত্রæতার জের ধরে বে-আইনীভাবে লোহার রড,লাঠি ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এস.এম.নুহের মাহমুদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে গুরুতর আহত করে। বিবাদীদের মধ্যে বকুল সরকার আহত ব্যক্তির পকেট থেকে সাতলাখ টাকা ছিনিয়ে নেয়। তার মোটরসাইকেল ও অফিস ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে তার প্রায় ১০ লাখ ৩০হাজার টাকার ক্ষতি হয়। বিবাদীরা এসব ঘটনা ঘটিয়ে যাবার সময় এস.এম.নুহের মাহমুদকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পরে স্থানীয়রা নুহের মাহমুদকে উদ্ধার করে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি গত রোববার সোনাতলা থানায় একটি মামলা করেন।

 

Check Also

কাহালুর বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : রোববার বাদ আছর বগুড়ার কাহালুর বারমাইল বাস টার্মিনাল জামে মসজিদে উপজেলা বিএনপির সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *