
বগুড়া সংবাদ:বগুড়া শাজাহানপুরের দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক রুখশাইনা জেছমিন জাহান। নবনির্বাচিত সভাপতি প্রভাষক রুখশাইনা জেছমিন জাহান উপজেলার আশেকপুর ইউনিয়নের দক্ষিণ পারতেখুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে এবং উপজেলার গোহাইল ইসলামী স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্যালয়ে নির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে প্রভাষক রুখশাইনা জেছমিন জাহান সভাপতি নির্বাচিত হন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারী উৎসব মূখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে ৪ জন অভিভাবক (পুরুষ) সদস্য এবং ১ জন সংরক্ষিত নারী অভিভাবক সদস্য নির্বাচিত হন।
নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন, প্রথম স্থান অর্জনকারী আব্দুল মমিন (৬৬ ভোট), দ্বিতীয় আনছার আলী (৬৫ ভোট), তৃতীয় আনোয়ার হোসেন (৫৯ ভোট) এবং সমান সংখ্যক ৫৭ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন যৌথ ভাবে আমিনুল ইসলাম ও সোহেল রানা। পরে পরিপত্র অনুযায়ী তাৎক্ষণিক লটারীর মাধ্যমে সোহেল রানা সদস্য নির্বাচিত হন এবং ৬২ ভোট পেয়ে বিলকিস বেগম সংরক্ষিত নারী অভিভাবক সদস্য নির্বাচিত হন। এছাড়া শিক্ষক খাজায়মুল ইসলাম, আব্দুল কাদের এবং শাহানাজ পারভীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে পুরুষ অভিভাবক সদস্য পদে ১২ জন এবং সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম এবং তার সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী সুফিয়া খাতুন এবং পুলিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী সুমন আলি।