বগুড়া সংবাদ : জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন ফিরে দেওয়ার দাবীতে আগামী মঙ্গলবার বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা। বিকাল সাড়ে ৩ টায় আলতাফুন্নেছা খেলঅর মাঠে সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হবে। দলের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শনিবার রাতে শহর জামায়াত কার্যালয়ে আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এক দায়িত্বশীল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, অধ্যাপক রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, আজগর আলী, মাওলানা আব্দুল হালিম বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, এ্যাডভোকেট শাহিন মিয়া, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
