সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে আওয়ামী লীগের কর্মী অহিদুল ইসলাম হিরু গ্রেপ্তার

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চিতে বিএনপি অফিস ভাঙচুর, ককটেল নিক্ষেপের ঘটনায় নাশকতা ও বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য অহিদুল ইসলাম হিরু (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত অহিদুল ইসলাম হিরু উপজেলার শিবপুর মধ্য পাড়া গ্রামের মৃত: মুক্তাজার রহমান মনজু প্রামানিকের ছেলে।

আদমদীঘি থানায় মামলা সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চিতে বিএনপির অফিসে গত বছরের ২৫ ডিসেম্বর দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও একাধিক ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদী হয়ে ৫৩ জনের নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাত আরও ১৫০ জনসহ মোট ২০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম  মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Check Also

বগুড়ার গাবতলীতে বিদ্যুৎ শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড ঘটনায় পরিবারকে নগদ টাকা, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সহযোগিতা করেন জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম।

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  :গত সোমবার বগুড়ার গাবতলীতে উন্চুরখি টোন পাড়া গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *