বগুড়া সংবাদ : বগুড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর অগ্নিসংযোগ শেষে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। এর আগে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। এসময় জাতীয় পার্টি ও জেলা জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুরের পর আগুন দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র- জনতা। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এঘটনা ঘটে। এরপর পৌনে ১০ টার দিকে বুলডোজার দিয়ে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে ১২ তলা ভবনের নীচতলায় শেখ হাসিনার নাম ফলক হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলে। রাত ৮ টার দিকে স্টেশন রোড, নবাববাড়ি সড়ক দিয়ে দুই শতাধিক ছাত্র- জনতা ‘দিল্লি না ঢাকা’ ‘ঢাকা- ঢাকা’ ‘ভুয়া ভুয়া’ শ্লোগান দিয়ে শহরের সাতমথা সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
এরপর বিক্ষুদ্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ অফিস সংলগ্ন জেলা জাসদ কার্যালয় ভাংচুর করে।পরে তারা অফিসের ভিতর থেকে আসবাবপত্র বাহিরে বের করে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে থানা রোডে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা আওয়ামী লীগ অফিস ও জাসদ অফিসের সামনে বিক্ষুদ্ধ ছাত্র জনতা অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিচ্ছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
