বগুড়া সংবাদ : বগুড়ায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার ও সাজা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শওকত আলম মীরের হাতে স্মারকলিপি তুলে দেন নেতাকর্মীরা।
স্মারকলিপি দেওয়ার আগে কলেজ চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল করেন। মিছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করেন ছাত্রদলের নেতা কর্মীরা পরে কলেজের শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সেখানে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ
বক্তব্য রাখেন। সমাবেশ শেষে অধ্যক্ষের কার্যালয় গিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
