পর্যটন কেন্দ্র ঘিরে যোগ হবে অর্থনীতির নতুন মাত্রা রাণীনগরে উদ্বোধন করা হলো পাখি পল্লী ও পর্যটন কেন্দ্র

পর্যটন কেন্দ্র ঘিরে যোগ হবে অর্থনীতির নতুন মাত্রা
রাণীনগরে উদ্বোধন করা হলো পাখি পল্লী ও পর্যটন কেন্দ্র

বগুড়া সংবাদ : উম্মোচন করা হলো নওগাঁর রাণীনগর উপজেলার রক্তদহ বিল পাখি পল্লী,পর্যটন কেন্দ্র ও মৎস্য অভয়াশ্রমের। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সংশ্লিষ্ঠরা বলছেন,পর্যটন কেন্দ্র ঘিরে একদিকে যেমন দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটবে,অন্য দিকে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই এলাকায় অর্থনীতির নতুন মাত্রা যোগ হবে।

উপজেলা প্রশাসন সুত্র জানায়,রাণীনগর উপজেলার ঐতিহাসিক রক্তদহ বিল থেকে রতনডারা নামক খাল বের হয়ে বিলের দক্ষিন অংশে রাণীনগর-আবাদপুকুর সড়কের হাতিরপুল দিয়ে আত্রাই নদীতে মিলিত হয়েছে। এই রক্তদহ বিলে এবং খালে বছরের বেশিরভাগ সময় জুরেই পানি থাকে। ফলে শীত মৌসুমে অতিথি পাখিদের ব্যপক উপস্থিতী লক্ষ করা যায়। এছাড়া বছর জুরেই এই বিলে মাছ থাকে। কিন্তু সচেতনতার অভাবে এবং নজরদারি নাথাকায় শিকারীদের কারনে পাখি ও মাছ কোনটায় টিকতে পারেনা। এছাড়া বর্ষা মৌসুমে ঐতিহ্যবাহি হাতিরপুলকে কেন্দ্র করে এবং রক্তদহ বিল দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থী নৌকা ভ্রমনে আসেন এই এলাকায়। দর্শনার্থীদের বিনোদনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন এর উদ্যোগে এই বিলকে পাখি পল্লী ও পর্যটন কেন্দ্র এবং মাছের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করেন। প্রকৃতি প্রেমি পরিযাযী পাখিদের নিরাপত্তার জন্য রক্তদহ বিলের একটি বিশেষ অংশ সংরক্ষিত ঘোষনা করে পাখি কলোনী ও মৎস্য অভয়াশ্রম হিসেবে বিভিন্ন জায়গায় লাল পতাকা টাঙ্গানো হয়েছে। ইতি মধ্যে এই এলাকায় জনগণের অবাধ প্রবেশ এবং পাখিদের বিরক্ত না করার জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে। পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে রতনডারা খালের দুই পাশে গাছের ডালে ডালে প্রায় আড়াই শতাধীক মাটির পাতিল ঝুলানো হয়েছে। এছাড়া মাছের নিরাপদ প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধির লক্ষে বিশেষ এলাকা জুড়ে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। শেষ করা হয়েছে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র ও পাখি পল্লীর সৌন্দর্য্য বর্ধনের কাজ।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন জানান,হাতিরপুল এলাকাটি পর্যটকদের আকর্ষন করে। বর্ষা মৌসুমে রক্তদহ বিলের এই অঙ্চল যখন পানিতে ভরে যায় তখন আকর্ষনীয় হয়ে ওঠে। বিশেষ করে নৌকা ভ্রমণের জন্য হাজারো পর্যটকরা হাতিরপুল এবং রক্তদহ বিল দেখতে এখানে ভীড় জমায়। তাই দর্শনার্থীদের বিনোদন দেওয়ার লক্ষে জেলা প্রশাসকের নির্দেশনায় রক্তদহ বিলের হাতিরপুল এলাকায় পাখি পল্লী,মৎস্য অভয়াশ্রম ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এতে একদিকে যেমন নতুন নতুন কর্ম সংস্থানেরও সৃষ্টি হবে,তেমনি পর্যটন কেন্দ্র ঘিরে এই এলাকায় অর্থনীতির নতুন মাত্রা যোগ হবে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আল হাজ্ব এছাহক আলী,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,উপজেলা জামায়াতের সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস,কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু,সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমীন রুমকিসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Check Also

Nejlepší internetové kasino bez vkladu Extra Listing v USA 2025

Chcete-li uplatnit bonus bez vkladu, zaregistrujte se v renomovaném online kasinu a dokončete proces potvrzení; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *