

বগুড়া সংবাদ : বগুড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ।
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বগুড়ায় অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসক হোসনা আফরোজা বুধবার সকালে শহীদ চান্দু ষ্টেডিয়াম সংলগ্ন মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোছাদ্দেক হোসেনসহ ক্রীড়া সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন। জেলার ১২টি উপজেলার বালক ও বালিকা দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ২৮ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা