সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ওএমএস এর চাল বিক্রয়ের উদ্বোধন

দুপচাঁচিয়ায় ওএমএস এর চাল বিক্রয়ের উদ্বোধন

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলায় খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের(ওএসএস) উদ্বোধন করা হয়েছে। গত ১৩জানুয়ারি সোমবার সকালে ডিমশহর এলাকায় ডিলার শহীদুল ইসলাম এর বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা খাদ্য পরিদর্শক কৃষ্ণ পদ বর্মণ। এছাড়াও একইদিন তালোড়া পলিপাড়া বাজার এলাকায় ডিলার জলিলুর রহমান চৌধুরীর বিক্রয় কেন্দ্রেও এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক সিহাব উদ্দিন, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মুন্সি সেলিম, ডিলার এম,ডি শিমুল, এলাকাবাসী আব্দুস সাত্তার চৌধুরী, মামুন চৌধুরী, সরিফা বেগম, বিলকিস আরা বেগম প্রমুখ। সপ্তাহে ৫দিন এই কার্যক্রমের আওতায় একজন চাল ক্রেতা প্রতিদিন ৩০টাকা কেজি দরে সর্বোচ্চ ৫কেজি চাল ক্রয় করতে পারবেন।

Check Also

গাবতলীতে বিএনপির কর্মী সভা ও নির্বাচনী প্রচারনা।

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : গতকাল মঙ্গলবার গাবতলীর নেপালতলী  ইউনিয়ন বিএনপির ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *