সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় পূর্ব শত্রুতার জেরে বিধবা নারীকে মারপিটে গুরুতর আহত

সোনাতলায় পূর্ব শত্রুতার জেরে বিধবা নারীকে মারপিটে গুরুতর আহত

বগুড়া সংবাদ :সোনাতলায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে সাজেদা বেওয়া (৭০) নামে এক বিধবা নারীকে হত্যার উদ্দেশ্যে বেদম মারপিটে রক্তাক্ত গুরুতর আহত করেছে। ঘটনাটি গত শনিবার বেলা ১১টার দিকে ঘটেছে। আহত নারীর ছেলে ছাতিয়ানতলা গ্রামের বেলাল হোসেন এ ব্যাপারে ৬ জনকে অভিযুক্ত করে সোনাতলা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, উক্ত সময়ে আমার মা ছাতিয়ানতলা গ্রামে আব্দুল হামিদ ওরফে আলম মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বিবাদী একই গ্রামের মৃত নজির হোসেন মন্ডলের ছেলে সোহেল রানা বাবু (৪০),নান্টু মন্ডল(৪৫),মিন্টু মন্ডল (৪২),নান্টু মন্ডলের ছেলে রিপন (২০),নান্টু মন্ডলের স্ত্রী রূপালী বেগম (৪০) ও উত্তর কালাইহাটা গ্রামের মজনু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৫০) সুযোগ বুঝে আকস্মিক আলম মামার বাড়ির আঙ্গিনায় গিয়ে তারা লোহার রড, লাঠি,গাছের ডাল,ধারালো দা, ছুরি ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে আমার মায়ের মাথা ও হাত,পা-সহ শরীরের অন্যান্য স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম ও আঘাত করে গুরুতর আহত করেছে। এ সময় আমার মা মাটিতে লুটে পড়ে গিয়ে চিৎকার দেয়। চিৎকারে ওই বাড়ির ও আশেপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। আহত নারীর শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় গত সোমবার সোনাতলা হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় বলে তার পরিবারের লোকজন জানান। স্থানীয়রা জানান সাজেদা বেওয়া শান্ত ও ভদ্র্র প্রকৃতির একজন মহিলা। এ ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী এ ঘটনায় এজাহার হয়েছে বলে নিশ্চিত হয়ে জানান।

Check Also

আদমদীঘিতে গাঁজা ও মদ সেবনের অপরাধে ছয় জনের দণ্ড 

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে ছয় মাদক সেবিকে দণ্ড দিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *