

বগুড়া সংবাদ :বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ধুনট পৌর শাখার অফিস উদ্বোধন উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় ধুনট মডেল মসজিদ সংলগ্ন ওই অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ধুনট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম।
ধুনট পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ধুনট উপজেলা শাখার উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল করিম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফিরোজ আহম্মেদ।
ধুনট পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল ওহাব, ডা: মোফাজ্জল হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মহসীন আলম মামুন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা