বগুড়া সংবাদ :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় নৌকা প্রতীকে বিজয়ী সংসদ সদস্যদের সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষা ট্রাস্ট এর আয়োজনে বগুড়া জিলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতির্থির বক্তব্য রাখেন সংবর্ধিত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৫টি আসনে আওয়ামী লীগের বিজয় হয়েছে। এটি বগুড়াবাসীর গর্ব। মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ায় যোগ্য প্রার্থীদের মনোনয় দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সম্মান বগুড়ার মানুষ রক্ষা করেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার সারা দেশে যে উন্নয়ন করেছে তা
নজিরবিহীন। সারা দেশের ন্যায় বগুড়াতেও বিভিন্ন উন্নয়নমুলক কাজ হচ্ছে। আগামীতে আরও হবে। সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডা. মো, মোস্তফা আলম নান্নু, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলার সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষা ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল হাসান মো. আশরাফুদ্দৌলা, ট্রাস্টের কনসালট্যান্ট ড. মোহন চন্দ্র সরকার, সহকারি পরিচালক (প্রশাসন) আতাউর রহমান সুমন, সুবেদ কুমার দাস, নুরুজ্জামান, শাজাহানপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হযর আলী, বীর মুক্তিযোদ্ধা জামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান
সরকার টুলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বিশ্বাস, অধ্যক্ষ স. ম হাফিজুর রহমান,রফিকুল ইসলাম, মরিয়ত খাতুন, মোতাহার হোসেন, নান্টু কুমার বর্মন, বিমানকুমারসহ প্রমুখ।
Check Also
কাহালুতে পূজামন্ডপ পরিদর্শণ করলেন বগুড়া জেলা প্রশাসক
বগুড়া সংবাদ: হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শনিবার সন্ধ্যায় বগুড়ার কাহালু পৌর …