সরকারি কর্মকর্তাদের সাথে কাউকে বাদ দিয়ে নয় জোটের বিভাগীয় পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  ওয়েভ ফাউন্ডেশন রাজশাহীর উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তাদের সাথে কাউকে বাদ দিয়ে নয় জোটের বিভাগীয় পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর ভিক্টোরিয়া কনভেনশন হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। সভায় বক্তারা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরকারি সকল সেবার আওতায় কীভাবে নিয়ে আনা যায়, সে বিষয়ে মতামত ব্যক্ত করেন। ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ও খ্রিষ্টান এইডের কারিগরী সহায়তায় এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ওয়েভ ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষের সঞ্চালনায়
আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শবনম শিরীন, পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান, ওয়েভ রাজশাহীর সহ- সভাপতি আকবারুল হাসান মিল্লাত, সহ-সভাপতি ফয়েজুল্লাহ চৌধুরী, পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ, সহ ওয়েভ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *